Barak Valley

করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ যোজনার বিশেষ সহায়তা শিবির

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার আটটি স্থানে আগামী বৃহস্পতি ও শুক্রবার পিএম কিষাণ যোজনার বিশেষ সহায়তা শিবির অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, ৬ জুলাই, বৃহস্পতিবার মর্জাতকান্দি ট্যালেন্ট অ্যাকাডেমি, পাথারকান্দি জিপি অফিস ও কেওয়টকোণা জিপি অফিসে এই বিশেষ শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া ৭ জুলাই, শুক্রবার গান্ধীনগর জিপি, বারইগ্রাম ইলাশপুর জিপি, লোয়াইরপোয়া বিডিও অফিস, কালিগঞ্জ জিপি এবং ভাঙ্গা জিপি অফিসে অনুষ্ঠিত হবে এই শিবির। শিবিরগুলিতে সুবিধাভোগীরা ই-কেওয়াইসি প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের আধার লিংক সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। তাই যে সকল সুবিধাভোগীদের সমস্যার সমাধান হচ্ছে না, তাঁদেরকে শিবিরগুলিতে এসে সমস্যার সমাধান করতে জেলা কৃষি আধিকারিক অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, শিবিরে আসার সময় ব্যাংকের পাসবুক, আধার কার্ড, মোবাইল ফোন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এই শিবির অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Back to top button