করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের টিকা ২ ও ৪ মে
করিমগঞ্জ : ২০২৪ সালের করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের জেলার ৬টি স্থানে টিকা প্রদান করা হবে৷ এতে অনিবার্য কারণ বশত পূর্ব নির্ধারিত সূচির আংশিক পরিবর্তন করা হয়েছে৷ করিমগঞ্জের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পরিবর্তিত সূচি অনুসারে ২মে, বৃহস্পতিবার সকাল ৯টায় করিমগঞ্জের কানিশাইল মর্কজে, বদরপুরে দেওরাইল টাইটেল মাদ্রাসায়, নিলামবাজারের গুণময়ী স্কুল ও পাথারকান্দির কাবাড়িবন্দ এমই মাদ্রাসায় সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের টিকা প্রদান করা হবে৷
পাশাপাশি, ৪মে, শনিবার সকাল ৯টায় আছিমগঞ্জের আছিমিয়া এমই মাদ্রাসা এবং রাতাবাড়িতে কাজিরবাজার হাইস্কুলে হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে৷ সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের নিজ নিজ টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা হজ কমিটির সদস্য সচিব অনুরোধ জানিয়েছেন৷ উল্লেখ্য, আগে ওই ৬টি কেন্দ্রে ১মে, বুধবার টিকা প্রদানের কথা ছিল, ওই তারিখ পরিবর্তন করে ২ ও ৪মে করা হয়েছে৷