Barak Valley

করিমগঞ্জ জেলা দিবস উদযাপন উপলক্ষে জেলার অঙ্গনওয়াডি কেন্দ্রগুলিতে অপুষ্টি গ্রস্ত শিশুদের সনাক্তকরণ

জনসংযোগ, করিমগঞ্জ, ২৮ জুন : করিমগঞ্জ জেলা স্থাপনের ৪০ বছর পূর্তি উপলক্ষে “করিমগঞ্জ জেলা দিবস ২০২৩” উদযাপনের সপ্তাহব্যাপী কার্যসূচির সঙ্গে সঙ্গতি রেখে ২৮ জুন, বুধবার করিমগঞ্জ জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের অপুষ্টি শনাক্তকরণের বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন, বুধবার জেলার ১৫৭০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের সিভিয়ার অ্যাকুইট মলনিউট্রিশন(সেম) ও মডারেট অ্যাকুইট মলনিউট্রিশন(মেম) শনাক্তকরণের জন্য শিশুদের ওজন, উচ্চতা ইত্যাদি পরিমাপ করা হয়। এতে জানানো হয়, যেসব শিশুর অপুষ্টি শনাক্ত হবে তাদেরকে কমিউনিটি বেইজড ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট মলনিউট্রিশন প্রোগ্রামের অধীনে ১৬ সপ্তাহ পর্যন্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলবে। পাশাপাশি, তাদেরকে চাল, ডাল, চানা, মটর ইত্যাদি পুষ্টিকর খাদ্য দ্বিগুণ পরিমাণে ঘরে পৌঁছে দেওয়া হবে।এদিকে অপুষ্টি নির্মূলিকরণ অভিযানের অধীনে জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের রান্না করা গরম খাবার নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। এতে জেলা দিবস পালনের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবারও জেলার অঙ্গনওয়াডি কেন্দ্রগুলিতে অনুরূপ অপুষ্টি শনাক্তকরণ অভিযান চলবে।

Show More

Related Articles

Back to top button