করিমগঞ্জ জেলা বার সংস্থার রসময় রুদ্রপাল স্মরণসভা
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা বার সংস্থার কর্মী প্রয়াত রসময় রুদ্রপাল (অমর) স্মরণে মঙ্গলবার সংস্থার কার্যালয়ে সভাপতি আতিকুল বারি চৌধুরীর পৌরোহিত্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রয়াত রসময় রুদ্রপালের কর্মজীবন নিয়ে আলোকপাত করা হয়৷
বক্তারা বলেন, একজন শিল্পী হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পদবলী কীর্তন, নাম সংকীর্তন পরিবেশন করেছেন৷ বার সংস্থার সভাপতি আতিকুল বারি চৌধুরী বলেন, রসময় রুদ্রপালের মতো একজন নিষ্ঠাবান কর্মীকে হারিয়ে আমরা মর্মাহত৷
এদিনের স্মরণসভায় বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক আইনজীবি দুলুরঞ্জন দাস, ধ্রুবজ্যোতি ঘোষ, জ্যোতির্ময় দাস, সুফিয়ান আহমদ, রতীশ চন্দ্র দেব, সুব্রত কুমার পাল, আফিয়া বেগম, হুমায়ুন কবির, নন্দন কুমার নাথ, সামসুল ইসলাম, ইসলাম উদ্দিন সহ অন্যরা৷
সবশেষে প্রয়াতের আত্মার সদগতি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়৷ ৩০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷