করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন
করিমগঞ্জ : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করেছে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ৷ বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে জেলার সিভিল হাসপাতাল থেকে একটি মিছিল বের করা হয়৷ জেলা স্বাস্থ্য পরিষেবা বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিংয়ের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ মতিন্দ্র সূত্রধর, জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমধ চৌধুরী, NVBDCP Consultant দেবজিৎ দে, জেলা Epidemiologist সুমিত রায়, ম্যালেরিয়া বিভাগের অন্যান্য কর্মী ও আশা কর্মী৷ মিছিল শেষে জেলা স্বাস্থ্য পরিষেবা বিভাগের সভাকক্ষে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ পাশাপাশি এদিন আয়ুষ্মান আরোগ্য মন্দিরের community heath officer -রা তাঁদের এলাকার মানুষদের নিয়ে ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করেন ও সচেতনতা ছড়িয়ে দেন৷ তাছাড়াও এদিন mobile medical unit -গুলি জেলার চা বাগান সহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ম্যালেরিয়া সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হয়৷