Barak Valley
করিমগঞ্জ টাউন ইদগায় নামাজ পরিচালনা মওলানা আসহাব উদ্দিনের
করিমগঞ্জ : প্ৰচণ্ড বৃষ্টি, তাই মাটি করে দিয়েছে ঈদ-উদ-জোহার আনন্দ। এরই মধ্যে করিমগঞ্জের ঈদগাহ-মসজিদের ভিতরেই ঈদ-উদ-জোহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলিমগণ। জেলায় ঈদের প্রধান জমায়েত হয় করিমগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে। আজ সোমবার সকাল ছয়টা থেকে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গজল, কিরাত ইত্যাদি হয়।
ঈদ-উদ-জোহার নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কাজিরবাজার সিনিয়র মাদ্রাসার শিক্ষক মওলানা আসহাব উদ্দিন। নামাজের আগে ঈদ-উদ-জোহার তাৎপর্য ব্যাখ্যা করেন মওলানা আসহাব উদ্দিন।
অন্যদিক, নিরাপত্তাজনিত কারণে পুলিশ প্রশাসন তৎপর ছিল। স্থানে স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। সহযোগিতায় ছিলেন টাউন ঈদগাহের স্বেচ্ছাসেবীরা। বৃষ্টি উপেক্ষা করে ঐতিহ্যবাহী টাউন ঈদগাহ ময়দানে মুসল্লিরা একসাথে ঈদের নামাজ আদায় করেছেন।