Barak Valley

করিমগঞ্জ দিবস উপলক্ষ্যে বারইগ্রা‌মে অনুষ্ঠিত চক্ষু শিবির

করিমগঞ্জ : করিমগঞ্জ ‌জেলা দিবস উপল‌ক্ষ্যে আজ বারইগ্রামে চক্ষু শি‌বি‌র অনুষ্ঠিত করেছে রোটা‌রি ক্লাব। যাঁরা চোখে দেখতে পান না, বা চোখে নানা রোগ নিয়ে সমস্যায় আছেন, মূলত ওই সকল গ‌রিব রোগীদের পা‌শে দাঁড়া‌নোর প্রয়াসে আজ বারইগ্রামে জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের চক্ষু শিবিরের আয়োজন করেছিল রোটারি।

করিমগঞ্জ জেলা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন জেলাজুড়ে নানা কার্যসূচি হাতে নিয়েছিল। তারই অঙ্গ হিসেবে করিমগঞ্জের সামাজিক সংগঠন রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় ও রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় এবং জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যালুমনি কমিটি-র পরিচালনায় অনুষ্ঠিত শিবিরের শুরু‌তে তাত্‍পর্য নিয়ে আলোচনা করেন রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি ডা. দূর্বাদল দাস, করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু চিকিত্‍সক গৌতম রায়শর্মা।

উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের করিমগঞ্জ জেলা ডিপিএম মহম্মদ হানিফ, রোটারি ক্লাবের সভাপতি সুব্রত দাস, সৌমব্রত দত্ত, বিরাজ নাথ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম, স্কুল পরিচালন সমিতির সদস্য সুফিয়ান আহমেদ, সোমারানি মালাকার, অ্যালুমনি কমিটির কনভেনর অরূপ রায়, সদস্য প্রবাল দাস প্রমুখ।

আজকের শিবিরে প্রায় দু-শতাধিক রোগীকে বিনামু‌ল্যে চক্ষু পরীক্ষা ক‌রে ওষুধ বিতরণ সহ ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপা‌শি প্রায় ২০ জন রোগীর চো‌খের ছানি অপারেশন করানোর জন্য মনোনীত করা হয়েছে। সেই স‌ঙ্গে ৫০ জন রোগী‌কে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। শি‌বি‌রে স্কু‌লের অনেক পড়ুয়া নি‌জে‌দের চোখও পরীক্ষা করিয়েছে। শিবিরে চক্ষু পরীক্ষা করেন ডা. গৌতম রায়শর্মা ও সুভাশিস দেব।

Show More

Related Articles

Back to top button