করিমগঞ্জ নয়, প্রামান্য নথি বলছে ‘শ্রীভূমি’ : ভারতীয় ইতিহাস সংকলন সমিতি
ফের করিমগঞ্জের নাম বদলের দাবি, গ্রন্থ প্রকাশ
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের আওয়াজ উঠেছে সংঘ পরিবার পরিচালিত সরস্বতী বিদ্যানিকেতনে৷ মঙ্গলবার ভারতীয় ইতিহাস সংকলন সমিতি আয়োজিত এক সভায় ‘গঞ্জের উৎস দলিল’ নামের একটি পুস্তক উন্মোচন করা হয়েছে৷ এতে করিমগঞ্জ নামের পেছনে কারণ তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া শ্রীভূমি নামের পক্ষেই জোরালো আওয়াজ তোলা হয়েছে৷ এদিন বক্তব্যে বামপন্থীদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রবীন্দ্র সদন গার্লস কলেজের অধ্যাপক ড. মেমচাতন সিংহ৷
তিনি বলেন, ব্রিটিশদের সঙ্গে মিলে ভারতের প্রকৃত ইতিহাস খর্ব করেছে বামেরা৷ আর বামেদের এসব তথ্যহীন লেখনীই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে পড়ুয়াদের পড়তে বাধ্য করা হয়েছে৷ এবার বামেদের ইতিহাস বাদ দিয়ে প্রকৃত ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে মন্তব্য করেন তিনি৷
এ দিন ‘গঞ্জের উৎস দলিল’ ও ‘সংবিধান, সেক্যুলারিজম ও কনভারশন’ নামের দুটি বই উন্মোচন করেছেন দিল্লি থেকে আসা অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হেমন্ত ধিং মজুমদার৷
সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অঞ্জন গোস্বামীর পৌরোহিত্যে আয়োজিত সভায় ‘দ্বাদশ শতকের সংঘর্ষের ইতিহাস ও মহারাজা পৃথু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে বক্তব্য রাখতে গিয়ে বামপন্থীদের কাঠগড়ায় দাঁড় করান মেমচাতন সিংহ৷
তিনি বলেন, বামপন্থীদের জন্য মানুষ দেশের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে৷ এখন পর্যন্ত বামপন্থীদের লেখা মনগড়া গল্প পাঠ করছেন পড়ুয়ারা৷ তাঁদের দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত করা হয়নি৷ ব্রিটিশদের সঙ্গে মিলে তথ্যহীন কাহিনী লিখে দেশকে খাটো করেছেন বামপন্থীরা৷ এখন বামপন্থীদের লেখা ইতিহাস অতীত হতে চলেছে৷ তথ্য সহকারে প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ ভারতীয় ইতিহাস সংকলন সমিতি এ নিয়ে কঠোর পরিশ্রম করে চলছে৷ আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা হবে বলে মন্তব্য করেন মেমচাতন সিংহ ৷
‘গঞ্জের উৎস দলিল’ পুস্তকটি লিখেছেন প্রদীপ দেব৷ এছাড়া ‘সংবিধান, সেক্যুলারিজম ও কনভারশন’ নামের বইটি লিখেছেন সতীশ চন্দ্র মিত্তল৷ অনুবাদ করেছেন ড. নীলাঞ্জন দে৷