Barak Valley

করিমগঞ্জ নেতাজি মেলার উদ্বোধন

করিমগঞ্জ : ভারতের আপোসহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শুরু হল ৪৫তম করিমগঞ্জ নেতাজি মেলা৷ এদিন সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজ্যের আবগারি, মীন ও পরিবহণ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ বছর ধরে এই মেলার মাধ্যমে নেতাজিকে স্মরণ করা হয়৷ যতদিন এই মেলা চলে কোনও না কোনও ভাবে নেতাজির জীবনাদর্শ এখানে চর্চা করা হয়৷ আজকের দিনে নেতাজি শুধু ভারতবর্ষেরই নয়, গোটা বিশ্বের কাছে এক আদর্শ পুরুষ৷ তাই যে দল পৌরসভা বা সরকারে থাকুক না কেন তাঁরা এই মেলার আয়োজন করে থাকেন৷ একটি মেলা আয়োজন করা খুব সহজ কথা নয়৷ অনেক কষ্ট করে একটি মেলা পরিচালনা করতে হয়৷ তথাপি নেতাজির আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে মেলার মাধ্যমে এই প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে যা সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেন মন্ত্রী৷

জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য তাঁর বক্তৃতায় মেলা আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন৷ স্বাগত ভাষণে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন, আগে ২৩ জানুয়ারি একটি অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হতো ঠিকই, কিন্তু মেলা শুরু হতো প্রায় ১০/১৫ দিন পর৷ কিন্তু গত বছর ২৩ জানুয়ারিতেই মেলা শুরু হয়েছিল এবং এদিন থেকেই মেলায় মানুষের ভিড় দেখা যায়৷ একইভাবে এবছরও নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে মেলার উদ্বোধন হয়েছে৷ আর শুধুমাত্র উদ্বোধন নয় ইতিমধ্যে বেশ কিছু স্টল সামগ্রী বিক্রির জন্য তৈরি৷ সন্ধ্যা থেকে মানুষও মেলাতে উপস্থিত হতে শুরু করেছেন৷ আগামী দিনে এই মেলা সুন্দর ও সুষ্টভাবে যাতে চলে সেজন্য সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি৷

করিমগঞ্জ উন্নয়ন পর্ষদের সভাপতি দেবব্রত সাহা বলেন, এই মেলার এক ঐতিহ্য রয়েছে৷ যারা মেলা আয়োজন করে থাকেন, তাদের অনেক পরিশ্রম করতে হয়৷ সুতরাং সবার সহযোগিতায় এই মেলা কয়েকদিন চলবে৷ সুতরাং মেলার নিরাপত্তার দিকটি নজর দিতে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, এসসি বোর্ডের সভাপতি কৃষ্ণ দাস, শহর মন্ডল বিজেপির সভাপতি কিশোর দে, পৌরসভার প্রাক্তন উপ-পৌরপতি পার্থসারথি দাস প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন৷

Show More

Related Articles

Back to top button