Barak Valley

করিমগঞ্জ পরিবহণ কার্যালয়ে দুর্নীতি দমন শাখার হানা, গ্রেফতার ডিটিও সহ চেকার

সাহাবুদ্দিনের গুয়াহাটির বাড়িতেও তল্লাশি

করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা পরিবহণ আধিকারিকের কার্যালয়ে বুধবার চলে দুর্নীতি দমন ও তাদারকি শাখার অভিযান৷ অভিযানে গ্রেফতার করা হয়েছে জেলা পরিবহণ আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার সহ চেকার আবু সালেহ আহমদ জাকারিয়াকে৷ এদিন একযোগে সাহাবুদ্দিনের করিমগঞ্জের কোয়ার্টার ও গুয়াহাটির বাসভবনেও চলে অভিযান৷ এতে নগদ অর্থ সহ বেশকিছু নথি বাজেয়াপ্তের খবর পাওয়া গেছে৷

এদিন ঘুস নিতে গিয়ে প্রথমে হাতেনাতে ধরা পড়েন এনফোর্সমেন্ট বিভাগের চেকার আবু সালেহ জাকারিয়া৷ আর সেই সূত্র ধরে অভিযান চলে জেলা পরিবহণ আধিকারিকের কার্যালয়ে৷ কার্যালয়ে টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন জেলা পরিবহণ আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার৷

করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগের কার্যালয়ের দুর্নীতির বিষয় একাধিকবার প্রকাশ্যে এসেছে৷ বুধবারের ঘটনা ঠিক একইরকম৷ নাম প্রকাশ্যে অনিচ্ছুক জনৈক ভুক্তভোগীর অভিযোগে ১২ সদস্যের অভিযানকারী দল হানা দেয় পরিবহণ আধিকারিক কার্যালয়ে৷ আর বিকেলের দিকে দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে আটকা পড়েন এনফোর্সমেন্ট বিভাগের কনস্টেবল আবু সালেহ জাকারিয়া৷ পরবর্তীতে জাকারিয়াকে DTO-র কক্ষে বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী দল৷ দীর্ঘ সময় চলা এই জেরা শেষে রাতে গ্রেফতার করা হয় জেলা পরিবহণ আধিকারিক সাহাবুদ্দিন তাপাদারকে৷ তদন্তকারী দল ২ অভিযুক্তের বাড়িতেও তল্লাশি চালায়৷

সূত্রের খবর, DTO-র কোয়ার্টার থেকে নগদ অর্থ সহ বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল৷ রাতে ২ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালান DSP রতন দাসের নেতৃত্বে তদন্তকারী দল৷ সাহাবুদ্দিনের গুয়াহাটির ছয় মাইলের বাড়িতেও রাতে অভিযান চালায় দুর্নীতি দমন শাখা৷ একই সঙ্গে জেরা করা হচ্ছে সাহাবুদ্দিনের পরিবারের একাধিক সদস্যকে৷ দেরিতে হলেও দুর্নীতি দমন শাখার অভিযানকে স্বাগত জানিয়েছেন করিমগঞ্জের মানুষ৷

Show More

Related Articles

Back to top button