করিমগঞ্জ পুলিশের অভিযানে ৩০ কোটি টাকার মাদক জব্দ, আটক ৩
বদরপুর : ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সফলতা করিমগঞ্জ পুলিশের৷ রবিবার করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস গোপন খবরের ভিত্তিতে ৬ নং জাতীয় সড়কের বদরপুরের জালালপুর এলাকায় নাকা চেকিং শুরু করেন৷ ৩০ কোটি টাকার মাদক সহ সন্দেহজনক ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হন৷
পুলিশের মতে, এদিন বিকাল থেকে বদরপুর পুলিশ সাদা পোশাকে জালালপুরে ওৎ পেতে বসেছিল৷ অবশেষে সন্দেহের ভিত্তিতে এক বিলাসি গাড়িতে তল্লাশি চালায়৷ কিন্তু পুলিশ প্রথম অবস্থায় গাড়িতে কিছু পায়নি৷ পুলিশের কাছে আগাম খবর ছিল, এই নির্দিষ্ট গাড়িতে রয়েছে বিশাল পরিমাণের মাদক৷ নাছোড়বান্দা পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি চালায়৷ শেষমেশ গাড়ির বাম পাশের চাকার উপর এক গোপণ চেম্বার পুলিশের নজরে আসে৷ পরে এই চেম্বার থেকে প্রায় ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করে৷ এর বাজার মূল্য ৩০ কোটি টাকা হবে বলে জানান তিনি৷ AS 01 DL 1510 নম্বরের গাড়িটি মিজোরাম থেকে নেশা সামগ্রী নিয়ে আসছিল৷ গন্তব্য ছিল পাথারকান্দি৷ আটক ৩ জনেরই বাড়ি কাটিগড়ায়৷ ধৃতরা হলেন আশ্রফ আলি, আব্দুল হান্নান, প্রদীপ দাস৷ বদরপুর পুলিশ ধৃতদের থানায় নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে৷ পুলিশ এই কাণ্ডে জড়িত মূল পাণ্ডাকে ধরতে কসরত চালাচ্ছে৷