Barak Valley
করিমগঞ্জ পৌরসভার বাজারে টোল আদায়ে দরপত্র আহ্বান
করিমগঞ্জ : করিমগঞ্জ পৌরসভার অধীনস্থ রমনী মোহন বাজারের আগামী ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অর্থাৎ ১ বছরের তোলা মুটি বা টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ করিমগঞ্জের পৌরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীলমোহর যুক্ত খামে ওই দরপত্র আগামী ২৮ ফেব্রুয়ারি বেলা দু’টার মধ্যে পৌরসভা কার্যালয়ে জমা দিতে হবে৷ পাশাপাশি, দরপত্র দাতাদের এতে বায়নার রাশি হিসাবে ১ লক্ষ ৫০০টাকা পৌরসভা কার্যালয়ে জমা দিয়ে জমার রশিদ দরপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে৷ বায়নার টাকা ছাড়া দরপত্র জমা দেওয়া যাবে না৷ এতে ওই এক বছরের জন্য দরপত্রের ভিত্তি মূল্য ১০ লক্ষ ৩ হাজার ২৫০ টাকা ধার্য করা হয়েছে৷ দরপত্র সংক্রান্ত অন্যান্য বিস্তারিত বিবরণ করিমগঞ্জ পৌরসভার কার্যালয়ে পাওয়া যাবে৷