Updates

করিমগঞ্জ বইমেলায় রবিবার দিনভর বিভিন্ন প্রতিযোগিতা

করিমগঞ্জ : করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত ২২তম বইমেলায় রবিবার দিনভর বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত হয়৷ সকালে অঙ্কন প্রতিযোগিতা এবং দুপুরে মহীতোষ দাস স্মৃতিমঞ্চে শিশুমেলা অনুষ্ঠিত হয়৷ এদিন কার্যত কচিকাঁচার মিলনমেলায় পরিণত হয় বইমেলা প্রাঙ্গণ৷ করিমগঞ্জ বইমেলা প্রাঙ্গণে রবিবার অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়৷ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷

KG-I, KG-II, Class One মিলে Group A; ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণি মিলে Group B; ৫ম, ৬ষ্ট ও ৭ম শ্রেণি মিলে Group C, ৮ম-১০ম শ্রেণি Group D, একাদশ এবং তার ঊর্ধ্ব Group E বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ নিজের পছন্দের উপর প্রতিযোগীরা বিভিন্ন ছবি তুলে ধরে৷ অঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন বিষ্ণুপদ নাগ ও মঞ্জুরী চৌধুরী৷ দুপুরে মহীতোষ দাস স্মৃতিমঞ্চে শিশুমেলা অনুষ্ঠিত হয়৷

আগামী ২২ ডিসেম্বর বইমেলার শেষদিন অঙ্কন প্রতিযোগিতা ও শিশুমেলার প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে৷ তাছাড়া ২২তম বইমেলার সর্বাধিক বইক্রেতাদের ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হবে৷ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী পুরস্কার বিতরণ করবেন বলে জানান বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী৷

Show More

Related Articles

Back to top button