Barak Valley

করিমগঞ্জ বইমেলা পরিদর্শনে বিধায়ক, সংবর্ধনা

মানুষের শ্রেষ্ট সম্পদ বই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় : কমলাক্ষ

করিমগঞ্জ : বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়৷ বড় মনের মানুষ হওয়ার জন্য বইয়ের সান্নিধ্য জরুরী৷ মানুষের শ্রেষ্ট সম্পদ বই৷ যার সঙ্গে পার্থিব অন্য কোন সম্পদের তুলনা হয় না৷ একসময় হয়তো পার্থিব সব সম্পদ বিনষ্ঠ হয়ে যাবে, কিন্তু একটি বই থেকে প্রাপ্ত ভালো জ্ঞান কখনও নিঃশেষ হবে না৷ বরং তা চিরকাল হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েই রাখবে৷ তবে পাঠ্যসূচিতে যে বই রাখা আছে, কেবল এগুলোর কয়েকটি পড়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিলেই জ্ঞানে পূর্ণতা আসবে না৷ বরং বহুমূখী প্রতিভা অর্জন ও বিচিত্র জ্ঞানের পরিধি বাড়াতে নানা ধরনের বই পড়তে হবে৷ শুক্রবার বই মেলা পরিদর্শনে এসে এই বার্তা দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে চলছে ২২তম বইমেলা৷ টাউন কালীবাড়ির সহচরির মাঠে মেলা হচ্ছে৷ প্রতিদিন বিকেলে বইমেলায় মহীতোষ দাস স্মৃতি মঞ্চে সাহিত্য আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে৷ শুক্রবার বই মেলা পরিদর্শনে আসেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ বইমেলা কমিটির সম্পাদক গৌতম চৌধুরী, বিষ্ণুপদ নাগ বিধায়ককে সংবর্ধনা জানান৷ পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বিধায়কের হাতে৷

প্রাসঙ্গিক বক্তব্যে করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে বই মেলা আয়োজনের ফলে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা বহু মূল্যবান বই ক্রয়ের সুযোগ লাভ করেন বলে জানান বিধায়ক৷ বলেন, অন্যান্য মেলাগুলো বিনোদনের জন্য হয়৷ তাই বইমেলা সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কারণ অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে পারে একমাত্র বই৷ বইমেলাকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক৷

Show More

Related Articles

Back to top button