করিমগঞ্জ বিএড কলেজের বার্ষিক উৎসবে মূল্যবোধের গুরুত্ব
করিমগঞ্জ : বিএড কলেজের অনুষ্ঠানে নৈতিকতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করা হল৷ বিএড পাশ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেওয়া হয়৷ তাই বিএডের শিক্ষার্থীরা মূল্যবোধকে যত গুরুত্ব দেবেন তাদের ভবিষ্যৎ ততই উজ্জ্বল হবে৷ বার্ষিক উৎসবের সূচনা লগ্নে শুক্রবার এই মন্তব্য করেন করিমগঞ্জ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. নির্মল সরকার৷
তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ ও নীতিগত শিক্ষায় শিক্ষিত হওয়াটা জরুরী৷ প্রধান অতিথি ড. নির্মল সরকার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন৷ উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি রামেন্দ্র ভট্টাচার্য, অধ্যক্ষ জয়িতা ভট্টাচার্য সহ অন্যরা৷
রামেন্দ্র ভট্টাচার্য বলেন, দু’দিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে৷ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জয়িতা ভট্টাচার্য৷
এদিন বেলা ১০:৩০টায় অনুষ্ঠানের সূচনা হয়৷ কলেজ এবং উৎসবের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, মুখ্য অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের বরণ ও ভাষণ শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষিকা চক্রবর্তী৷ দুপুরে ‘artificial intelligence is a threat for humanity’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এরপর ছাত্রছাত্রীদের আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়৷