Barak Valley

টিলাবাজারে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ

টিলাবাজার : করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে৷ সোমবার রাতে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর করিমগঞ্জের টিলাবাজার এলাকা থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেন করিমগঞ্জের DSP গীতার্থ দেবশর্মা৷ একই সাথে ইয়াবা ট্যাবলেট সমেত টিলাবাজারের চান্দশ্রীকোণা এলাকার আব্দুল খালিক ও আইন উদ্দিনকে আটক করা হয়েছে৷ কয়েক লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছেন DSP গীতার্থ দেবশর্মা৷ এ নিয়ে সমগ্র টিলাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Show More

Related Articles

Back to top button