করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে গ্রামচলো অভিযান নিয়ে কর্মশালা
করিমগঞ্জ : লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জ জেলা বিজেপি গ্রামচলো অভিযান ও হিতাধিকারী সম্পর্ক স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷ এর মধ্য দিয়ে দলের নেতা-কর্মীরা জনগণের ঘরে ঘরে উপস্থিত হয়ে সম্পর্ক গড়ে তুলবেন৷ এই কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে হিতাধিকারী সম্পর্ক অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়৷
জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত একদিনের কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ, লোকসভা ভিত্তিক হিতাধিকারী সম্পর্ক অভিযানের আহ্বায়ক তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান৷
তাঁরা বলেন, কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার এবং রাজ্যে ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার জনহিতকর বহু প্রকল্প চালু করেছেন৷ এগুলোর লাভালাভ সরাসরি পাচ্ছেন জনগণ৷ সব সম্প্রদায়ের লোক সমান সুবিধা লাভ করছেন৷ এসব বিষয়ে জনগণকে অবগত করতে হবে৷
জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে সুবিধাপ্রাপ্ত হিতাধিকারীদের সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হয়, এ সম্পর্কে দলীয় বিভিন্ন স্তরের কার্যকর্তাদের মতামত তুলে ধরেন৷ এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদকদ্বয় দিলীপ দাস ও নির্মল বণিক, জেলা বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা৷
লোকসভা নির্বাচনে এবার যাতে সব সম্প্রদায়ের ভোটাররা বিজেপি প্রার্থীর অনুকূলে ভোট দেন সে বিষয়ে গুরুত্ব দিয়েছে৷ বিশেষ করে সংখ্যালঘু ভোট বৃদ্ধির তৎপরতা চলছে৷ এবং এবার সংখ্যালঘুদের ভোট অন্যবারের তুলনায় বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ বিজেপি করিমগঞ্জে বরাবরই শক্তিশালী৷ এরপরও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগের যে কর্মসূচি দল নিয়েছে এর ফলে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তথ্যবিজ্ঞ মহলের ধারণা৷