করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের শীতবস্ত্র বিতরণ উত্তর করিমগঞ্জে
করিমগঞ্জ : প্রতি বছরের ন্যায় এবারও করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের তরফে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়৷ উত্তর করিমগঞ্জ উন্নয়ন খন্ডের অধীন ৪টি গ্রামে কম্বল বিতরণ করা হয়৷ মোট ২২৫ জন দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের রামভদ্রানন্দজি মহারাজ৷ স্বেচ্ছাসেবক কিরন্ময় দাস, উত্তম ভট্টাচার্য সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন মহারাজ৷
প্রভাসানন্দজি মহারাজ বলেন, মানব সেবায় নিয়োজিত রামকৃষ্ণ মিশন সবসময়ই মানুষের জন্য কাজ করছে৷ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন মিশন কর্তৃপক্ষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তেমনি করোনা মহামারিতেও মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন মিশনের স্বেচ্ছাসেবকরা৷ শীত-গ্রীষ্ম কিংবা রোদ-বৃষ্টি উপেক্ষা করেই মানুষের মঙ্গলে মিশন কর্তৃপক্ষ নিজেদের কাজ করে যাচ্ছেন৷ বিনামূল্যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যেমন নানা প্রকল্প চলছে তেমনি ঠাকুর-মা ও স্বামীজির বাণীপ্রচারে আজ অগ্রণী ভূমিকা গ্রহণ করছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন বলে জানান মহারাজ৷ শীতবস্ত্র বিতরণ কার্যসূচি চলছে বলেও জানান মহারাজ৷