Barak Valley

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে যুব সম্মেলনে ব্যাপক সাড়া

করিমগঞ্জ : শনিবার যুব সম্মেলনে ব্যাপক সাড়া মিলে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে । প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে যুব সম্মেলনের সূচনা হয় । করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে এই বছর প্রথমবারের মতো শহর এবং গ্রামের বিভিন্ন স্কুল থেকে বাছাই করা ৪০ জন দুস্থ, মেধাবী এবং চরিত্রবান ছাত্র-ছাত্রীকে  ”রামকৃষ্ণ-বিবেকানন্দ স্কলারশিপ” প্রদান করা হয় ।

যুব সম্মলেনে রামকৃষ্ণ মিশন ও আদর্শ জীবন গঠন শীর্ষক বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ বলেন যে, স্বামীজীর আদর্শে সহানুভূতির সঙ্গে সেবার মনোভাব নিয়ে সবার সঙ্গে মিলে মিশে কাজ করে যেতে হবে । জ্ঞানলোকানন্দ মহারাজের মতে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা ও প্রধান নেতা । ডিব্রুগড় রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বেদসারানন্দজি মহারাজ পড়ুয়াদের স্বামীজীর আদর্শে দীক্ষিত হওয়ার আহ্বান জানান । করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাসানন্দ মহারাজ বলেন, স্বামীজীকে অনুসরণ এবং অনুশীলন করে জীবনের গুরুত্বপূর্ণ দিকের মূল্যায়ন করতে হবে । ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সহ-সম্পাদক স্বামী রামুভদ্রানন্দ মহারাজ ।

Show More

Related Articles

Back to top button