করিমগঞ্জ রিজার্ভে গলা কাটা অবস্থায় উদ্ধার পুলিশকর্মী
করিমগঞ্জ : করিমগঞ্জের পুলিশ রিজার্ভে চাঞ্চল্যকর ঘটনা৷ গলাকাটা অবস্থায় উদ্ধার ১ পুলিশকর্মী৷ গুরুতর আহত পুলিশকর্মীকে শিলচর মেডিক্যালে ভর্তি করা হয়েছে৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত আরম্ভ করেছে করিমগঞ্জ পুলিশ৷
মঙ্গলবার রাতে করিমগঞ্জের জুনিটিলা পুলিশ রিজার্ভে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে৷ জগৎজ্যোতি দে নামের এক পুলিশকর্মীকে গলা কাটা অবস্থায় আহত দেখতে পান সহকর্মীরা৷ তাঁর গোপনাঙ্গেও ক্ষতের চিহ্ন রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সিভিলে৷ প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরবর্তীতে শিলচর মেডিক্যালে পাঠানো হয়৷ কিন্তু এই ঘটনা সম্পূর্ণ রহস্যাবৃত৷ কোনও পুলিশ আধিকারিক এই বিষয়ে মুখ খুলতে নারাজ৷ একজন পুলিশকর্মীর গলা কিভাবে কাটল বা এই ঘটনার পেছনে কারা জড়িত এখনও কোনও খবর পাওয়া যায়নি৷ পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত আরম্ভ করেছে৷