করিমগঞ্জ রেডক্রসে শিশু বদল! উত্তেজনা
করিমগঞ্জ রেডক্রসে শিশু বদল! উত্তেজনা, ক্ষমা চাইলেন কর্তব্যরত নার্স
করিমগঞ্জ : নবজাতক অদলবদলের ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে করিমগঞ্জ রেডক্রস হাসপাতাল৷ ৪ দিন আগে জন্ম নেওয়া কন্যাসন্তানের জায়গায় প্রসূতির পরিবারের হাতে তুলে দেওয়া হয় এক পুত্র সন্তান৷ যদিও ঘটনাটি নেহাত ভুলবশত বলে বোঝাতে চেয়েছিলেন কর্তব্যরত নার্সরা৷ কিন্তু ভুক্তভোগী পরিবারের সদস্যরা এর পেছনে রহস্যের অভিযোগ তুলেছেন৷ লিখিতভাবে রেডক্রস কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন৷
কোন নার্সের গাফিলতিতে শিশু বদল হয়েছিল তা অবশ্য রেডক্রস কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে জানায় নি৷
উল্লেখ্য, রীতিমতো অবিশ্বাস্য এই ঘটনা ঘটে করিমগঞ্জ রেডক্রসে৷ ৪ দিন আগে জেলার সোনাতলা গ্রামের তাসনিমা বেগম নামের মহিলাকে করিমগঞ্জ রেডক্রস হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসক সুপর্ণা দাস লালার তত্ত্বাবধানে জন্ম হয় এক কন্যা সন্তানের৷ শুক্রবার প্রসূতি ও নবজাতককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর শিশুকে মায়ের কাছে সমঝে দেন কর্তব্যরত নার্সরা৷
কিন্তু সন্তানের মা (তাসলিমা) ও পরিবারের অন্যান্য লোকরা দেখেন যে, তাদের কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান সমঝে দেওয়া হয়েছে৷ সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে সাময়িক হইহুল্লোড় শুরু হয়৷
অবশ্য জল বেশি দূর গড়ানোর আগেই কর্তব্যরত নার্সরা ভুল বুঝতে পারেন৷ সঙ্গে সঙ্গে তাসলিমার শিশুকন্যাকে তার হাতে তুলে দেন৷ কর্তব্যরত নার্স নিজের ভুল স্বীকার করেন৷ প্রথমে পরিবারের লোকেরা বিষয়টি নিয়ে মামলা করতে চাইলে, পরিবর্তে নার্স ক্ষমা চাওয়ায় তারা এ নিয়ে কোন মামলা দায়ের করেন নি৷