Barak Valley
করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ভাউচার, এপিআর সহ হিসাব জমা দিতে বলা হয়েছে৷ এতে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের ইলেকশন এক্সপেনডিচার মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত এডিসি সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ১০ জুন তারিখে জারি করা এক পত্রযোগে আগামী ৩ দিনের মধ্যে তাঁদের দৈনন্দিন নির্বাচনী ব্যয়ের ভাউচার, এপিআর সহ হিসাবের পার্ট এবিসি সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার এক্সপেনডিচার এজেন্টকে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের ইলেকশন এক্সপেনডিচার মনিটরিং সেলে উপস্থিত হতে বলেছেন৷