Barak Valley
করিমগঞ্জ শহরে পথ দুর্ঘটনায় ই-রিকশা চালকের মৃত্যু
উত্তেজিত জনতা, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ
করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের সরিষা এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ই-রিকশা চালক রাজু রায়ের (৫১)৷ নিহতের বাড়ি শহরের শ্যামাপ্রসাদ রোডে৷ তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মঙ্গলবার রাত ৯টা নাগাদ বাইক ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে আহত অবস্থায় তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়৷ ই-রিকশা চালক রাজু রায়ের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিক্যালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক৷ কিন্তু মেডিক্যালে পৌঁছার আগেই রাস্তায় তার মৃত্যু হয়৷
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বাইক চালক কাশ্যপ দাস এই সংঘর্ষে সামান্য আহত হয়েছেন৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে, কাশ্যপ দাস এর আগেও দ্রুতগতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন৷ নিহত রাজু রায় পরিবারে একমাত্র উপার্জনকারী তিনিই ছিলেন বলে জানান এলাকার লোকজনেরা৷