Barak Valley

করিমগঞ্জ শহরে বন্ধ কাপড়ের দোকানে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা

করিমগঞ্জ : অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল স্টেশন রোড৷ বুধবার বেলা ১টা নাগাদ স্টেশন রোডে রূপ শিল্পালয় দোকানের চালের উপর আগুন জ্বলে উঠে৷ দোকান ঘরটি দীর্ঘদিন থেকে বন্ধ৷ মূলত দোকান ঘরটির কিছুদিন আগে মালিকানা বদল হয়েছে৷ আগে এটি কাপড়ের দোকান ছিল৷ হঠাৎ করে দোকান ঘরের চালে আগুন দেখতে পেয়ে হৈচৈ পড়ে যায়৷ তবে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আশপাশের লোকেরা৷ এদিন সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে৷ রূপ শিল্পালয়ের দোকানের গা ঘেঁষে রয়েছে পপুলার ট্রেডিং মালিকের একটি দালান৷ এই দালানের ভিতর মার্কেট কম্পলেক্স তৈরি করা হয়েছে৷ দালানের উপর থেকে কেই জানলা দিয়ে জ্বলন্ত সিগারেট ফেলেছে৷ সেই দালান থেকে সব সময় রূপ শিল্পালয়ের চালের উপর বিভিন্ন আবর্জনা ফেলে আসছে৷ কেননা, চালের উপর প্রচন্ড আবর্জনা দেখতে পাওয়া যায়৷ সেই আবর্জনার উপর কেই জ্বলন্ত সিগারেট ফেলেছিল৷ আর সেই থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷ স্টেশন রোডের স্থানীয় লোকেরা এই ঘটনার তদন্ত শুরু করেন৷ স্থানীয় কিছু লোকের অভিযোগ এই কমপ্লেক্সে সন্ধ্যার পর মদ-গাঁজার আড্ডা বসে৷ কমপ্লেক্সে এক বাজে আড্ডার পরিবেশ তৈরি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ৷ যদি ইতিমধ্যে কোন পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আরও বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় জনগণ মনে করেন৷

Show More

Related Articles

Back to top button