করিমগঞ্জ শহরে মুখ থুবড়ে বিদ্যুৎ পরিষেবা
করিমগঞ্জ : ঝড়-তুফান যাই হোক না কেন, কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকাটা করিমগঞ্জে রেওয়াজ হয়ে গেছে৷ শনিবার রাতের ঝড়বৃষ্টির সময়ে শহর বিদ্যৎহীন হয়ে পড়ে৷ গোটা দিন ধরে কাজ করেও পুরো শহরে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি৷
রবিবার সন্ধ্যায় APDCL-র Asstt. Manager রত্নদীপ দাস জানান, প্রচণ্ড ঝড় তুফানের ফলে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর গাছ ভেঙে পড়ে৷ এতে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়৷ বলেন গোটা দিন ধরেই লাইন মেরামতের কাজ চলছে৷ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে৷ আজাদ সাগর রোড সহ অন্য এলাকায় কাজ চলছে৷ বৈশাখের ঝড়ে শহরে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ দিন কয়েকআগে বন বিভাগের সহযোগিতায় বিদ্যুৎ পরিবাহী লাইনের কাছে থাকা গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়৷ কিন্তু এরপরও সমস্যার সমাধান হয়নি৷ দাবি উঠেছে বিদ্যুৎ পরিবাহী লাইনের পাশে থাকা সব ধরনের গাছের ডালপালা কেটে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার৷ শহরে এমনিতেই রয়েছে পানীয় জলের সঙ্কট৷ PHE থেকে সরবরাহ করা জলের উপর সবাই নির্ভরশীল৷ কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকলে অচল হয়ে পড়ে লাইন প্ল্যান্ট৷ যার ফলে বিঘ্নিত হয় জল সরবরাহ৷
রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় রয়েছে জলের হাহাকার৷ এমতাবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় মানুষের সমস্যা অনেকটাই বেড়ে গেছে৷ যদিও বিভাগীয় Asstt. Manager রাতের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন৷