করিমগঞ্জ শহর মন্ডল মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

করিমগঞ্জ : ২৪-র লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে ব্যস্ত গেরুয়া ব্রিগেড৷ বিশেষ করে সংগঠনের শাখা-প্রশাখাগুলোকে গতিশীল করার লক্ষ্যে দলীয় নেতৃবর্গ কাজে জোর দিচ্ছেন৷ এবার করিমগঞ্জ শহর মন্ডল মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়৷ শহর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী সাবিত্রী চৌধুরী নেতৃত্বাধীন কমিটিতে উপ-সভানেত্রী পদে প্রভা রানি বণিক, মুন্নি চক্রবর্তী, সুমা দে’র নাম ঘোষণা করা হয়৷ সাধারণ সম্পাদিকা অনামিকা দাস, শিল্পি সরকার, রোজি দাস, রুবি দাস, কোষাধ্যক্ষ পদে মমতা নাগ, কার্যালয় সম্পাদিকা জয়া দাস সহ মোট ২৭ জনের কমিটি গঠন করা হয়েছে৷ বুধবার এ মর্মে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে আহূত এক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ASTC অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ শহর মন্ডল বিজেপির সভাপতি কিশোর দে, করিমগঞ্জ জেলা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী প্রমুখ৷ মহিলা মোর্চার নতুন পদাধিকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷