Barak Valley

করিমগঞ্জ শিববাড়ি রোডে ইলেকট্রনিক্স দোকানে অগ্নিকাণ্ড

করিমগঞ্জ : শারদোৎসবের আগে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সীমান্ত শহর৷ শুক্রবার দুপুরে শহরের শিববাড়ি রোডে ইলেকট্রনিক্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বহূ সামগ্রী৷ ঘটনায় হতাহতের কোনও খবরও পাওয়া না গেলে ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা হবে বলে দাবি করেছেন শহরের পি এস ইলেকট্রিক্যালের স্বত্ত্বাধিকারী৷

শুক্রবার দুপুর ১:৩০টা নাগাদ ঘটনার সূত্রপাত হলে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের অন্যান্য দোকানের ব্যবসায়ীরাও৷ খবর দেওয়া হয় করিমগঞ্জ অগ্নিনির্বাপক বাহিনীকে৷ অবশ্য ২০ মিনিটের মাথায় দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷ স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়৷ মুহূর্তের মধ্যে দোকানের আসবাব সহ সামগ্রীতে আগুন লেগে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে৷ এরপর তাঁরা নিজেরাই অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে পরে খবর দেন দোকান মালিককে৷ শর্টসার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করেছেন অনেকে৷

এদিকে দোকানের স্বত্তাধিকারী পিন্টু দেবনাথ জানান, দোকান বন্ধ করে একটি গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পর ১৫ মিনিটের মাথায় তাঁর কাছে ফোন আসে৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলেও দোকান বন্ধ থাকায় প্রথমে আগুন নেভানো যায়নি৷ আর ততক্ষণে ভেতরে থাকা অনেক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়৷

Show More

Related Articles

Back to top button