Barak Valley

করিমগঞ্জ ষ্টেশন রোডে PHE-র পাইপ ফেটে জলের অপচয়

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে পানীয় জলের সমস্যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ ব্যবসায়ী এলাকা স্টেশন রোডে আগে দু’বেলা জল সরবরাহ করা হত এখন করা হয় একবেলা৷ তার উপর নানা জায়গায় PHE-র pipe ফাটা৷ ফলে জল অপচয় হচ্ছে৷ একই সঙ্গে নোংরা ও ময়লা জল অনেক এলাকায় পাইপের মাধ্যমে ঢুকছে৷ ভুক্তভোগী জনগণ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করলে এরা বল ঠেলেন করিমগঞ্জ পৌরসভার কোর্টে৷ আবার পানীয় জলের সমস্যা নিয়ে পৌরসভার কর্তাদের কাছে গেলে এরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কোর্টে বল ঠেলে দায় সারেন৷ অথচ পানীয় জলের জন্য জনগণকে betterment tax দিতে হয়৷ করিমগঞ্জ ছন্তর বাজার থেকে পেট্রোল পাম্প পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় রাস্তার পাশে দীর্ঘদিন ধরে PHE-র pipe ফেটে জলের অপচয় হচ্ছে৷ একই সঙ্গে বেশ কয়েকটি বাড়িতে নোংরা, ঘোলা ও দুর্ঘন্ধযুক্ত জল সরবরাহ করা হচ্ছে৷

মঙ্গলবার স্টেশন রোড ও ২২ নং ওয়ার্ডের বাসিন্দাদের এক প্রতিনিধি দল জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সদর SDO হিমাংশু আচার্যের সঙ্গে দেখা করে এলাকার সমস্যা সম্পর্কে অবগত করেন৷ পানীয় জল সংক্রান্ত PHE-র ফাটা পাইপগুলো মেরামত করে প্রাথমিক সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়৷

হিমাংশু জানান, জাতীয় সড়কের পাশাপাশি PHE-র pipe থাকার দরুন পারমিশনের সমস্যা রয়েছে৷ পূর্ত বিভাগের (জাতীয় সড়ক) বিভাগীয় কর্তাদের ও পৌরপতির সঙ্গেও যোগাযোগ করা হয়৷ পানীয় জলের সমস্যা নিরসনের জন্য আগামীতেও এ নিয়ে বিধায়ক, সাংসদ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে৷

এদিন ২২ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ছিলেন যিশুকৃষ্ণ রায়, রাজশেখর দত্ত, রাধাবল্লভ দাস, সুমন রায়, বিকাশ গোপ, সুজয় ধর প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button