Barak Valley
করিমগঞ্জ সদর সার্কলে আমিনের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ
করিমগঞ্জ : উৎকোচ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী ভিজিল্যান্সের কাছে এক কর্মী হাতেনাতে ধরা পড়লেও শোধারননি সদর সার্কলের কিছু কর্মী৷ উৎকোচ ছাড়া কোন কাজ করতেই রাজি নন তাঁরা৷ সোমবার এনিয়ে উত্তপ্ত হয়ে উঠে সদর সার্কল কার্যালয়৷ এদিন আমিন গৌতম দামের বিরুদ্ধে নামজারির জন্য ৮ হাজার টাকা উৎকোচ নিয়েছেন গৌতম, অভিযোগ তুলেছেন এক যুবতী৷
সোমবার কার্যালয়ের আমিন গৌতম দামের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন শহরের এক যুবতী৷ তার অভিযোগ নামজারির জন্য ৮ হাজার টাকা উৎকোচ নিয়েছেন গৌতম৷ এনিয়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি৷