করিমগঞ্জ সফরে ভবন-গেটের শিলান্যাস করলেন স্বামী সুবীরানন্দ মহারাজ
করিমগঞ্জ : একদিনের সফরে করিমগঞ্জে রামকৃষ্ণ মিশন ও মঠ, বেলুড়মঠের প্রশাসনিক সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ৷ রবিবার দুপুর ১টা নাগাদ করিমগঞ্জে পৌঁছন তিনি৷ এদিন মিশন প্রাঙ্গণে নতুন ভবন ও গেটের শিলান্যাস করেন৷ সন্ধ্যায় ধর্ম সম্মেলনে বক্তব্য পেশ করেন তিনি৷
এদিন বিশাল কনভয় নিয়ে করিমগঞ্জে পৌঁছন তিনি৷ শিলচর পুলিশ স্কট করে নিয়ে আসে তাঁকে৷ এদিকে ছন্তরবাজার পয়েন্টের সামনে থেকে বাইক রেলি সহ ঢাকঢোল বাজিয়ে মিশনে নিয়ে আসা হয় তাঁকে৷ মহারাজকে স্বাগত জানাতে তিন শতাধিক ভক্ত জমায়েত হন৷ বৈদিক মন্ত্রোচ্চারণ সহ উলুধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়েছে৷
এদিকে মিশনে একটি ভবন ও গেটের শিলান্যাস করেছেন তিনি৷ প্রায় দু’কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ভবনটি৷ করিমগঞ্জ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজকে সঙ্গে নিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিলান্যাস করেছেন তিনি৷ এদিন তাঁর সঙ্গে এসেছেন মৃন্ময় মহারাজ৷
দীর্ঘ বছর করিমগঞ্জ মিশনে সেবা করে গেছেন তিনি৷ বর্তমানে বেলুড় মঠে রয়েছেন তিনি৷ এছাড়া মহারাজের সঙ্গে শিলচর সহ ত্রিপুরা রাজ্যের একাধিক মিশনের সম্পাদক মহারাজরাও এসেছেন৷ ছন্তরবাজারের মোড় থেকে মিছিল সহকারে সবিরানন্দ মহারাজকে নিয়ে আসেন স্বামী রামভদ্রানন্দ মহারাজ৷ বাইক রেলিতে ছিলেন উপ-পৌরপতি সুখেন্দু দাস সহ অন্যরা৷