Updates

করিমগঞ্জ সাদারাশি বড় আখড়ায় রামকথা-মহাযজ্ঞ অনুষ্ঠিত

করিমগঞ্জ : একই সঙ্গে ১০৮টি যজ্ঞকুণ্ড জ্বলে উঠল৷ বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, কলকাতা, মেঘালয় থেকে অসংখ্য ভক্ত সমাবেশ হয়৷ করিমগঞ্জের সাদারাশিতে৷ এখানে রয়েছে কয়েকশো বছরের প্রাচীন বড়ো আখড়া৷ বড়ো আখড়ায় প্রতি বছর মকর সংক্রান্তিতে উৎসব এবং রথ বের করা হয়৷ অসংখ্য ভক্ত সমাগম হয় আখড়ার অনুষ্ঠানে৷

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা স্থাপনকে কেন্দ্র করে আখড়ায় আয়োজন করা হয় রামকথা সহ মহাযজ্ঞের৷ বুধবার ছিল সমারোপ অনুষ্ঠান৷ এদিন ১০৮টি যজ্ঞকুণ্ডে আহুতি দেন অসংখ্য ভক্ত৷ উচ্চারিত হয় বৈদিক মন্ত্র৷ সাদারাশির বড়ো আখড়ায় রাতুল কিশোর গোস্বামীর তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠান করা হয়৷

মকর সংক্রান্তির দিন রামের প্রতিকৃতি সহ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে রথ বের করা হয় ওই এলাকায়৷ ৩ দিনের অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত সমাগম হয়৷ বৃন্দাবনের অনেক সাধুসন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button