Barak Valley
করিমগঞ্জ সিনিয়র সিটিজেন-র ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
করিমগঞ্জ : ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার আসাম সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা শাখা এক অনুষ্ঠান আয়োজন করে৷ জাতীয় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান এবং জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের অঙ্গ ছিল৷ সকাল ৮টা অ্যাসোসিয়েশনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কার্যবাহী সভাপতি অভিযানকান্তি মজুমদার৷ এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়৷ এরপর সকাল ১১টায় বেলাভূমি বৃদ্ধাবাসে আবাসিকদের মধ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফলমূল বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন মনোতোষ দেব, নির্মলেন্দু দত্ত, বিষ্ণুপদ সাহা, বিষ্ণুপদ দত্ত, সুনির্মল কুমার দাস এবং অরিজিৎ পোদ্দার৷