Barak Valley

করিমগঞ্জ সিভিলের সমস্যা নিয়ে বৈঠক কৃষ্ণেন্দু-কমলাক্ষের

করিমগঞ্জ : রাজনৈতিক আদর্শের দিক থেকে তাঁরা আলাদা দলের হলেও করিমগঞ্জের স্বার্থে এক৷ এটা দেখা গেল সরকারি হাসপাতালের পরিচালন সমিতির বৈঠকে৷ বুধবার করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিচালন কমিটির বৈঠক হয়৷ আর সেখানে কমিটির চেয়ারম্যান বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন৷

হাসপাতাল পরিচালন সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল বৈঠকে বলেন, জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা যাতে উপযুক্ত চিকিৎসা পান তার জন্য চিকিৎসকদের যত্নবান হতে হবে৷ হাসপাতালে কর্মরত অধিকাংশ নার্স অন্যত্র বদলি হলেন কেন, এ নিয়ে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে জবাবদিহি করতে হয়৷

স্বাস্থ্য বিভাগের ডিরেক্টরের নির্দেশে নার্সদের অন্যত্র বদলি করায় সৃষ্টি হওয়া সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জেলা কমিশনারকে ব্যবস্থা নিতে বলেন কৃষ্ণেন্দু পাল৷ এদিন হাসপাতালের মর্গে যাতায়াতের রাস্তা সংস্কার নিয়ে আলোচনা হয়৷ এজন্য সাংসদ কৃপানাথ মালার সঙ্গে কথা বলেন বিধায়ক কৃষ্ণেন্দু৷ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সাংসদও প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন৷ একইসঙ্গে হাসপাতালে স্থায়ী বিদ্যুৎ সমস্যার সমাধানের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়৷

অন্যদিকে, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, পরিষেবা উন্নত না হলে কোটি কোটি টাকা ব্যায় করে কোনও লাভ নেই৷ বিশেষ করে রোগীর ক্ষেত্রে দিয়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের যত্নশীল হওয়া, নার্সদের সক্রিয়তা আবশ্যক৷ কর্মীশূন্যতা দূর করার পাশাপাশি হাসপাতালের ICU পরিষেবা উন্নত করা, স্বচ্ছতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা আবশ্যক বলে মত ব্যক্ত করেন কমলাক্ষ৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কমিশনার মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা কমিশনার মিনার্ভা দেবী আরামবাম, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডা. রাজীব বরুয়া, হাসপাতাল সুপার ডা. মৃন্ময় দেব৷

Show More

Related Articles

Back to top button