করিমগঞ্জ সিভিল হাসপাতালে মহিলা বন্ধ্যাকরণ ক্যাম্প অনুষ্ঠিত
করিমগঞ্জ : করিমগঞ্জ সিভিল হাসপাতালে শুক্রবার একটি মহিলা বন্ধ্যাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। ওই শিবিরের নেতৃত্বে ছিলেন ডা. কিরীটি রঞ্জন দে এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজিস্টদের একটি দল।
এতে ড. এস এস পাল, ড. টি বিশ্বাস এবং ড. এ কে বিশ্বাস। ওই শিবেরে ৪৩ জন সুবিধাভোগীর ল্যাপারোস্কোপিক নির্বীজন সঞ্চালন করা হয়। শিবিরের সমন্বয় করেন ডা. মতিন্দ্র সূত্রধর অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ)।
পাশাপাশি, ফয়েজ উদ্দিন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা সমন্বয়ক, রুহুল আমিন লস্কর কাউন্সেলর এবং গোপা চক্রবর্তী গিরীশগঞ্জ বিপিএইচসি-র ব্লক কমিউনিটি মোবিলাইজার শিবিরের ব্যবস্থা ও সমন্বয় রক্ষা করেন। বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা পরিবার পরিকল্পনা পরিষেবার সুবিধাগুলি গ্রহণ করার জন্য মহিলাদের সাথে ছিলেন।