Barak ValleyOthers

করিমগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ

করিমগঞ্জ, ২৪ মার্চ : হাজারো অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের উত্তাল প্রতিবাদে আজ সোমবার কেঁপেছে করিমগঞ্জের অফিসপাড়া। দাবি পূরণ না হলে আগামীতে ভোট বয়কটের হুমকি দিয়েছেন অঙ্গনওয়াড়ির আন্দোলনারীরা।

নির্দিষ্ট সূচি অনুযায়ী আজ গোটা জেলার অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা করিমগঞ্জের অফিস পাড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন স্লোগানে একাকার করে তুলেন এলাকা।

সংগঠনের ডাকে করিমগঞ্জের জেলাশাসকের দফতর প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

কর্মস্থলে স্থায়ীকরণ, সাম্মানিকের পরিবর্তে নির্দিষ্ট মাসিক বেতন, মা-শিশুদের খাদ্যের বরাদ্দ বাড়ানো সহ গুচ্ছ দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে করিমগঞ্জের জেলাশাসককে স্মারকপত্র তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা।

বিক্ষোভকারীদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে নিজস্ব ভবন নির্মাণ করতে হবে, প্রতিটি কেন্দ্রে একজন কর্মী এবং একজন সহায়িকা নিয়োগ জরুরি করতে হবে।

জেলা সংগঠনের জনৈক নেত্রী বলেন, সরকারি সমস্ত কাজে তাঁরা সহায়তা করে যাচ্ছেন। কিন্তু এর পরও তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখিন হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তাঁরা।

তিনি বলেন, সংগঠনের ডাকে তাঁরা করিমগঞ্জে তিনদিন ব্যাপী প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছেন। রাজ্য সরকার তাঁদের নির্দিষ্ট দাবিগুলিকে মান্যতা না দিলে আন্দোলন আরও জোরদার হবে।

Show More

Related Articles

Back to top button