Barak Valley

করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়ক ভয়াবহ, সরকার-প্রশাসন নীরব!

করিমগঞ্জ : ভয়াবহ আকার ধারণ করেছে করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়ক৷ টাউন ইদগাহর সামনে শহরের বুক চিড়ে বয়ে যাওয়া জাতীয় সড়ক ভেঙে চৌচির হয়ে রয়েছে৷ গোটা এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে বিশালাকার গর্তের৷ ভাবলেশহীন হয়ে রয়েছে বিভাগীয় দফতর৷ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে শাসক দলও৷

এদিকে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে করিমগঞ্জে৷ দৌড়ঝাপ শুরু হয়ে গেছে শাসক দলের৷ বিশাল কনভয় নিয়ে ‘গাঁও চলো অভিযান’ করছেন নেতারা৷ অথচ শহরের বুক চিড়ে যাওয়া জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে৷ বিশেষ করে টাউন ইদগাহের সামনে৷ এনিয়ে কারও ভ্রুক্ষেপ নেই৷ অভিযোগ জনতার৷

তারা জানিয়েছেন, দুর্গা পূজার আগ থেকেই ভেঙে চৌচির সড়কটি৷ বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে৷ টাউন ইদগাহর সামনে থাকা প্রায় ১ কিমি এলাকায় বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে৷ অথচ সড়কটি হচ্ছে শহরের একটি ব্যস্ততম সড়ক৷ ঢিলছোড়া দূরত্বে রয়েছে জেলাশাসকের কার্যালয়৷ কিন্তু একবারের জন্যও এলাকাটি সরজমিনে পরিদর্শন করেননি জেলাশাসক৷ ভাবলেশহীন রয়েছে বিভাগীয় দফতর৷ বেহাল সড়কটির জন্য গোটা দিন যানজট লেগে থাকছে ওই এলাকায়৷ গর্তে পড়ে উল্টোচ্ছে হালকা যানগুলো৷ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়৷ মাস চারেক থেকে সড়কটি ভেঙে চৌচির হয়ে থাকলেও নীরব রয়েছে শাসক দল৷ উন্নয়নের দোহাই দিয়ে লোকসভা নির্বাচনে ভোট আদায়ে ব্যস্ত রয়েছেন শাসক দলের নেতারা৷

Show More

Related Articles

Back to top button