করিমগঞ্জ হাসপাতালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে মকড্রিল
করিমগঞ্জ : অগ্নিকাণ্ডের ঘটনা ও ভূমিকম্প থেকে নিজেকে ও আশপাশের মানুষকে কীভাবে রক্ষা করা যায় তারজন্য সোমবার করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ ও অগ্নিনির্বাপক বাহিনীর উদ্যোগে যৌথভাবে করিমগঞ্জ হাসপাতালে এক মকড্রিল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিন বেলা ১২টা নাগাদ হাসপাতাল চত্বরে দমকল বাহিনীর দু’টি গাড়ি উপস্থিত হয় প্রথমে অনেকেই ভেবেছিলেন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ তবে, পর মুহূর্তে সেটা পরিষ্কার হয়ে যায়, এটা একটা সচেতনতা অনুষ্ঠান৷
এদিন দমকল বাহিনীর কর্মীরা প্রদর্শনী করেন কোনো দালানে আগুন লাগলে কীভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে আহত মানুষদের রক্ষা করা যায়৷ দালানের উপর থেকে কীভাবে লাফ দিতে হয়৷ দালানের উপর থেকে কীভাবে রশির মাধ্যমে ঝুলে নেমে আসা যায়৷ স্বাস্থ্য বিভাগ আহতদের কীভাবে চিকিৎসা করবে সেটাও প্রদর্শন করা হয়৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এনে আহতদের নিয়ে যাওয়া, চিকিৎসা করা ইত্যাদি দেখানো হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, বিভিন্ন বিভাগের কর্মী ও নার্সের প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা৷ এছাড়া মকড্রিল অনুষ্ঠান দেখতে উপচে পড়ে ভিড়৷ এদিন ডাঃ জামাল উদ্দিন বলেন, প্রতিবছর এইভাবে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য মকড্রিল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যদি কখনও অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ আবদ্ধ হয়ে পড়েন কিংবা ভূমিকম্প দিলে মানুষ নিজেকে কিংবা অন্যকে কীভাবে রক্ষা করবে তার জন্যই মকড্রিল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷