Barak Valley
করিমগঞ্জ হোলসেল কো-অপারেটি স্টোর্স লিমিটেডের বার্ষিক সভা ২৭ আগস্ট

জনসংযোগ, করিমগঞ্জ : দি করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের ২০২২-২৩ সালের বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ আগস্ট, রবিবার বেলা ১১ টায় করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন বা বিএড কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। এতে এই হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক ওই সভায় সমিতির সদস্যদের উপস্থিত থেকে সমিতির উপবিধি ১৭ (৩) অনুযায়ী আলোচ্যসূচি আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন। এতে যেসব বিষয়ে আলোচনা করা হবে তার মধ্যে থাকছে- সম্পাদকের প্রতিবেদন, বিগত সাধারন সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, চলতি বছরের কার্য পরিকল্পনা, সরকারি পরীক্ষিত হিসাবের প্রতিবেদন আলোচনা ও অনুমোদন, ঊর্ধ্বতম ঋণ গ্রহণের সীমা নির্ধারণ, অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।