করিমগঞ্জ ২৫ নং ওয়ার্ডে যজ্ঞ-শোভাযাত্রা
করিমগঞ্জ : অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে করিমগঞ্জ শহরের ২৫ নং ওয়ার্ডের নাগরিকরা বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন৷ এদিন রায়নগরস্থিত মা করুণাময়ী কালী মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও শান্তি কামনায় এক যজ্ঞের আয়োজন করা হয়৷ যজ্ঞ পরিচালনায় ছিলেন কালি মন্দিরের প্রধান পুরোহিত শক্তিপদ চক্রবর্তী, করিমগঞ্জ ইসকন মন্দিরের প্রধান সেবাইত নৃসিহানন্দ মহারাজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নর্মদা চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন ওয়ার্ডের নাগরিকরা৷
শোভাযাত্রায় ছিল ঢাকি ও কীর্তনীয়া দল৷ চলে ভজন কীর্তন, রাম সীতা আশ্রমের কীর্তনীয়া দল, তাসা ব্যান্ড পার্টি, ছোটদের রাম, সীতা, লক্ষণ, হনুমান সাজে বিভিন্ন ট্যাবলো৷ শোভাযাত্রার পর রামভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়৷
উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার তথা বিজেপির জেলা সাধারণ সম্পাদক নির্মল বণিক, ASTC-র chairman মিশন রঞ্জন দাস, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি বিষ্ণুপদ চৌধুরী, বুদ্ধ দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নর্মদা চক্রবর্তী প্রমুখ৷