করিমগঞ্জ SUCI-র স্ট্যালিন স্মরণ
করিমগঞ্জ : মার্কস অ্যাঙ্গেলস লেলিনের সুযোগ্য উত্তর সাধক স্ট্যালিনের ৭১তম মৃত্যুদিবস SUCI(C) দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পালন করা হয়৷ দলের করিমগঞ্জ জেলা কার্যালয়ে মহান স্ট্যালিন স্মরণে অনুষ্ঠিত দলীয় কর্মীদের সভায় রাজ্য কমিটির অন্যতম সদস্য, করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য ও জেলা কমিটির প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী বক্তব্য রাখেন৷
তাঁরা বলেন, আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের এক অবিস্মরণীয় চরিত্র স্ট্যালিন৷ তিনি ছিলেন মানব মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মহৎ চরিত্র৷ বলেন, ১৯৫৩ সালের ৫ মার্চ মহান স্ট্যালিনের মৃত্যু সংবাদে দুনিয়া শোকস্তব্ধ হয়ে গিয়েছিল৷ বক্তারা বিভিন্ন বিশ্ববরেণ্য মনীষীরা স্ট্যালিনকে কালজয়ী মানুষ হিসাবে অভিহিত করেন৷ এদিন দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের পর অরুণাংশু ভট্টাচার্য, পরিমল চক্রবর্তী, সুজিত কুমার পাল সহ অন্যান্যরা স্ট্যালিনের প্রতিকৃতিতে পু্ষ্পার্ঘ অর্পণ করেন৷