Barak Valley

কর্ণাটকে বিশাল জয়, বাজি-পটকা পুড়িয়ে উল্লাসে মাতল জেলা কংগ্রেস

শিলচর : মোকা’র আতঙ্ক উত্তর-পূর্বে তাড়া করে বেড়ালেও কর্নাটক জয়ের উচ্ছ্বাস যেন আছড়ে পড়ল শহর শিলচরে৷ রাজপথে রং খেলে, আতসবাজি পুড়িয়ে জয় উদযাপন করল জেলা কংগ্রেস৷ এদিন নির্বাচনের ফলাফল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিলচর ইন্দির ভবনে বাড়ছিল কংগ্রেস সদস্যদের উপস্থিতির সংখ্যা৷ জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এই উদযাপনে সামিল হন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতারা৷ সদর কার্যালয় ইন্দিরা ভবন থেকে এক শোভাযাত্রাও বের হয়৷ ঔই শোভাযাত্রা শহরের কিছুটা পথ অতিক্রম করে৷ জেলা সভাপতি অভিজিৎ পাল জানিয়েছেন, ৮৪% হিন্দু থাকা সত্ত্বেও বিজেপি দখল করতে পারেনি কর্ণাটক৷ এতে স্পষ্ট দেশে ধর্মের নামে রাজনীতির দিন শেষ৷

Show More

Related Articles

Back to top button