Barak Valley

কল্পতরু উৎসবে পুণ্যার্থীদের ঢল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে

করিমগঞ্জ : কল্পতরু উৎসবে পুণ্যার্থীদের ঢল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে৷ ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব উদযাপন করা হয়৷ ভক্তদের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন ঠাকুরের কাছে মন থেকে চাইলে সেই আশা পূরণ হয়৷ তাই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হবে আশ্রমে৷ এবারও তার ব্যতিক্রম হয় নি৷

করিমগঞ্জে এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা ভিড় জমান৷ গোটা দিন রামকৃষ্ণ মঠ ও মিশনে বিপুল সংখ্যক ভক্ত সহ দর্শনার্থীদের সমাগম ছিল৷ সকাল থেকেই এদিন সেখানে ভক্তরা ঠাকুরের আরাধনায় মেতে উঠে প্রসাদ গ্রহণ করেন৷

মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, ভক্তের উপাসনা, নানা আয়োজন ছিল এদিন কল্পতরু উৎসবে৷ ভোরে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়৷ বিশেষ পুজোপাঠের মধ্য দিয়ে মঠের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠে৷ কল্পতরু দিবস উপলক্ষে এদিন ঠাকুরে মূর্তি সাজানোর পাশাপাশি এদিন বিশেষ ভোগের আয়োজন করা হয়৷ ভোরবেলায় ঠাকুরের মঙ্গলারতি, বৈদিক শান্তি পাঠ, স্তোত্র পাঠ প্রভৃতির আয়োজন করা হয়৷

এছাড়া বিশেষ পুজা, হোমও হয়েছে৷ ধর্মসভা, ভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ জপ ও ধ্যান ছাড়াও কল্পতরু প্রসঙ্গে পাঠ ও আলোচনা করেন মঠের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ৷

Show More

Related Articles

Back to top button