EntertainmentBarak Valley

কল্পবিজ্ঞানের ভিত শক্ত ইংল্যান্ড-আমেরিকায়, ঋত্বিজ উৎসবে অনিন্দ্য

করিমগঞ্জ : ঋত্বিজের ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে করিমগঞ্জে৷ শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই চলচিত্র উৎসবের সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ্য সেন৷ এতে ড. সুজিত চৌধুরী স্মারক বক্তৃতাও রাখেন তিনি৷ ‘অন্য জগতের চলচিত্র : কল্প বিজ্ঞানের উত্থান’ বিষয়ে বক্তব্য রাখেন তিনি৷

অধ্যাপক অনিন্দ্য সেন বলেন, কল্পনাপ্রসূত কাহিনি বাচ্চাদের জন্য তৈরি হয় বেশি৷ এক্ষেত্রে গোয়েন্দা গল্পের কথাও উল্লেখ করেন তিনি৷ ইংল্যান্ড-আমেরিকায় কল্পবিজ্ঞানের ভিত শক্ত বলেও উল্লেখ করেন৷ তিনি বলেন, সেখানের সাহিত্যিকরা এ নিয়ে চর্চা করেন৷ চলচ্চিত্রে কল্পবিজ্ঞানের প্রসঙ্গও উল্লেখ করেন অধ্যাপক৷ এ প্রসঙ্গে বেশ ক’টি ইংরেজি ছবির নামও উল্লেখ করেন৷ কেন ছবিগুলো বড় পর্দায় দেখা উচিত তা নিয়েও বিস্তর বক্তব্য রাখেন৷ তিনি বলেন, ৫০-র দশকে একগাদা কল্পবিজ্ঞানের ওপর ছবি তৈরি হলেও ৬০-র দশকে হাতে গোনা কয়েকটি ছবি মুক্তি পেয়েছে৷ আর এই ছবিগুলিই মোড় পাল্টে দেয় বলেও মন্তব্য করেন তিনি৷ এ দিন ঋত্বিজের সাময়িকীরও উন্মোচন করা হয়েছে৷ এতে ছিলেন অনিন্দ্য সেন সহ নীলাঞ্জন ভট্টাচার্য, ডাঃ মৃন্ময় দেব, অধ্যাপক নির্মল সরকার, বাণীব্রত রায়, সৌমিত্র দাস অধিকারী, বিশ্বতোষ পাল, বর্তমান সভাপতি অপূর্ব বণিক, কমল কল্যাণ দেব প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button