Barak Valley
কাঁঠালতলি কাণ্ডের খোঁজ নিলেন সিদ্দেক
কাঁঠালতলি : গত শুক্রবার পাথারকান্দির কাঁঠালতলিতে সংঘটিত ঘটনার খোঁজ নিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাঁঠালতলিতে উপস্থিত হয়ে প্রথমে স্থানীয় পুলিশ ইনচার্জের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁকে পাননি৷ পরে তিনি কাঁঠালতলি, কুর্তি, মাঞ্জুগাঁও এসব এলাকায় সচেতন নাগরিকদের সঙ্গে দেখা করে বিষয়টি সম্পর্কে অবগত হন৷ সংবাদ মাধ্যমে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়৷ এখানে শান্তি রক্ষার জন্য আসা পুলিশ কর্মীদের ওপর হামলা করা মোটেও ঠিক হয়নি৷ এতে জড়িতরা সমাজের শত্রু৷ তাদের শাস্তি পেতেই হবে৷ তিনি গোটা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনগণের প্রতি অনুরোধ জানান৷ এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কংগ্রেসের রাজ্য সম্পাদক সামস উদ্দিন সহ অন্যরা৷