Barak Valley

কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গানকে ‘বিকৃত’ করে সমালোচনার মুখে এ আর রহমান

শিলচর পিএনসি বিশিষ্ট সঙ্গীত পরিচালক এ আর রহমান একটি চলচ্চিত্রে বাংলা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি দেশাত্মবোধক গান কে আধুনিক গান হিসেবে ব্যবহার করায় এই সঙ্গীত পরিচালক সমালোচনার মুখে পড়েছেন।

সামাজিক সংগঠন ড এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভলপমেনট ফোরামের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের কাছে ইমেইল পাঠিয়ে নজরুল ইসলামের” কারার এই লৌহ কপাট ভেঙে কর কররে লোপাট ” বিকৃত করে চিত্রায়ন করায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন কাজী নজরুল ইসলামের এই প্রসিদ্ধ দেশাত্মবোধক গানটিকে বিকৃত করে আধুনিক গানে পরিনত করা হয়েছে । অথচ এই গান ভারত এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল। ফলে দেশে ও বিদেশে নজরুল অনুরাগীদের মনে আঘাত লেগেছে। কাজেই এই গানটি বাজার থেকে উঠিয়ে নেবার দাবি জানিয়েছেন।

তিনি ইমেইল যোগে বিষয়টি ফিল্ম সেন্সর বোর্ডের নজরেও এনেছেন।

Show More

Related Articles

Back to top button