Barak Valley
কানাইবাজারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির
কানাইবাজার : ফের ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন কানাইবাজার সংলগ্ন মউয়ারবাড়ি এলাকায়।
জানা গেছে, আগরতলা থেকে শিলচরগামী একটি এক্সপ্রেসের নীচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিটি শ্রমিক হবেন। তাঁর পরনে রয়েছে হাফ প্যান্ট ও গেঞ্জি। বয়স ৪০-এর কাছাকাছি হবে।
ঘটনার পর বারইগ্রাম রেলওয়ে পুলিশ ও পাথারকান্দি থানার পুলিশ অকুস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে।