BusinessBarak Valley
কানিশাইলে ডিম ব্যবসায়ীর প্রতিষ্ঠানে আয়কর হানা
করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের কানিশাইল এলাকায় থাকা এক ডিম ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চলল আয়কর বিভাগের অভিযান৷ দীর্ঘক্ষণ অভিযান চালায় আয়কর বিভাগের দলটি৷ আয়কর বিভাগের ৫-৬ জন আধিকারিক ছিলেন অভিযানে৷ তবে কী অভিযোগের উপর ভিত্তি করে অভিযান চালিয়েছে আয়কর বিভাগ বা কীধরনের নথিপত্র উদ্ধার করেছে তা সরকারিভাবে জানা যায় নি৷ সূত্রের খবর, ব্যবসা প্রতিষ্ঠানটি জনৈক আব্দুল মতিনের৷ এ বিষয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন৷