কায়স্থগ্রামে লেভেল ক্রসিঙে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত অল্টো, প্রাণরক্ষা চালক সহ ৩ যাত্রীর
কায়স্থগ্রাম : করিমগঞ্জ জেলার অন্তর্গত কায়স্থগ্ৰামে লেভেল ক্রসিঙে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে যাত্রী বোঝাই চার চাকার অল্টো কার। সৌভাগ্যবলে প্রাণ রক্ষা হয়েছে চালক সহ তিন যাত্রীর।
আজ রবিবার সকালে কায়স্থগ্রামের দুয়ারিবাগ এলাকার লেভেল ক্রসিং দিয়ে এএস ১০ এ ১৫১১ নম্বরের একটি অল্টো কার রেলওয়ে ট্র্যাক পার হচ্ছিল। কিন্তু গাড়িটি রেলের ট্র্যাকে ফেঁসে যায়। এতে গাড়ির যাত্রীরা ভয়ংকর বিপদের অনুমান করেন। কালবিলম্ব না করে তাঁরা গাড়ি থেকে নেমে দূরে গিয়ে দাঁড়ান।
ইত্যবসরে ত্রিপুরাগামী একটি পণ্যবাহী ট্রেন এসে অল্টো কারকে ধাক্কা মেরে প্রায় ২০০ মিটার দূরে নিয়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় অল্টো গাড়ির বিভিন্ন অংশ।
ঘটনার পর প্রায় আধঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাধারণ ও রেল পুলিশের কর্মকর্তারা। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন।