Barak Valley
কালিনগর ও বকরিহাওরে পশু খাদ্য বন্টন

জনসংযোগ, হাইলাকান্দি, ২৩ জুন : হাইলাকান্দি জেলা পশুপালন বিভাগের উদ্যোগে শুক্র ও শনিবার কালিনগর ও বকরিহাওর জিপিতে পশু খাদ্য বন্টন করা হয়। বন্যার কবলে পড়া কালিনগর জিপিতে শুক্রবার ২০ কুইন্টাল পশু খাদ্য(গমের ভূসি) বন্টন করা হয়। শনিবার দিন অনুরূপভাবে বকরিহাওর জিপিতেও ২০ কুইন্টাল পশু খাদ্য(গমের ভূসি) ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয়।