কালীগঞ্জ-পোয়ামারা পূর্ত সড়কের রেলক্রসিং সংলগ্ন এলাকা বেহাল, সংস্কারের নামগন্ধ নেই
করিমগঞ্জ : কালীগঞ্জ-পোয়ামারা পূর্ত সড়কটি হচ্ছে বৃহত্তর কালীগঞ্জ এলাকার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র উপায়৷ প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারের অধিক গাড়ি চলাচল করে৷ কিন্তু এই সড়কের রেল ক্রসিঙের লাগোয়া বেহাল রাস্তার উপর একাধিক গর্ত তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে৷ কিন্তু সংস্কারের কোন উদ্যোগ নেই৷ এই বেহাল রাস্তা অতিক্রম করতে গিয়ে ইদানীং বেশ কয়েকটি গাড়ি পাল্টি খেয়েছে৷ যদিও মারাত্মক কোনো ঘটনা সংঘটিত হয়নি৷ তবে দিনের পর দিন যেভাবে রাস্তাটি ভয়ঙ্কর রূপ নিচ্ছে তাতে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা প্রবল হচ্ছে৷
এইটুকু রাস্তার বেহাল দশা হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাস্তার পাশে অবৈধভাবে সাবওয়ে তৈরী করে ভারী যানবাহন চলাচল করা৷ এছাড়া এই রোডে রয়েছে একাধিক ক্রেসার মেশিন ও ইট ভাট্টা৷ আর এই ইন্ডাষ্ট্রিগুলো থেকে প্রতিনিয়ত অতিরিক্ত বোঝাই গাড়ি চলাচলেই রাস্তা ক্রমশ বেহাল হচ্ছে৷ বর্তমানে রাস্তার এই বেহাল অংশ অতিক্রম করতে গিয়ে ধুলোঝড়ে নাকাল হচ্ছেন যাত্রীরা৷
এদিকে, এই বেহাল রাস্তার মেরামতের বিষয়ে বিভাগীয় কনিষ্ঠ বাস্তুকারকে জিজ্ঞাসা করলে বলেন, বেহাল রাস্তাটুকু অনেক আগে রেল বিভাগ তাদের আয়ত্তে সমঝে নিয়েছে৷ তাই রাজ্য সরকারের তরফে কোনো কাজ করানো যাচ্ছে না৷ তবে রাজ্য সরকারের তরফে কাজ করতে বেশ কয়েকটি চিঠি লেখা হয়েছে রেল বিভাগের কাছে৷ কিন্তু কোন লাভ হয়নি৷ এমনকি মানুষের যাতায়াতের দুর্দশার কথা উল্লেখ করে পত্রে বলা হয়েছিল রাস্তা মেরামত করার জন্য৷ তিনি আরও বলেন, এইটুকু রাস্তা প্রথম যখন রেল বিভাগ সমঝে নেয় তখন ব্লগ বসিয়েছিল৷ পরবর্তীতে ধীরে ধীরে ব্লগ উঠে গিয়ে রাস্তা বেহাল হয়ে পড়লে আর কোনো কাজ করা হয়নি৷